দিঘলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি

বিশেষ (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলায় এক সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ।
এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এ সকল বাস্তবায়নমূখী কর্মসূচির মাধমে মৎস্য সপ্তাহটি পালিত হয়।
রবিবার (৩০ জুলাই) ছিল জাতীয় মৎস্য দিবসের সপ্তম বা সমাপনি দিন। দিঘলিয়া উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর পক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফজলুল করিম।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জাতীয় মৎস্য সপ্তাহে গৃহীত নানা কর্মসূচি তুলে ধরে বক্তব্য পেশ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তারিকুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ অফিসার প্রকাশ কুমার আইচ, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন্নাহার খানম, উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, মৎস্য চাষি ও মৎস্যজীবীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.