ত্বক থেকে বয়সের ছাপ মুছে ফেলতে চান তবে করলা সহজ সমাধান

বিটিসি বিনোদন ডেস্কচেহারা থেকে বয়সকে সরিয়ে রাখার জন্য যে সব সব্জির উপর ভরসা করা যায়, তাদের মধ্যে অন্যতম করলা। বয়স কেবল সংখ্যামাত্র! এমন দাবি কি জোরের সঙ্গে করতে পারেন আপনি? না কি চামড়ার  ভাঁজে, চেহারার গড়নে নানা ভাবে ঝলকে পড়ে বয়সের ছাপ।

বয়সকে তোয়াক্কা না করে কেবল শারীরিক ভাবে সক্ষম থাকার চেষ্টা তো করতেই হবে, সঙ্গে চেহারাতেও যাতে বয়স থাবা বসাতে না পারে, নজর রাখা উচিত সে দিকেও।

রূপবিশেষজ্ঞ ঝরনা দত্তের মতে, করলা অন্যতম । জেনে নিন কিভাবে করলা ব্যবহার করবেন।

বিশেষজ্ঞের মতে, করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই চামড়ায় লালিত্য ধরে রাখতে সাহায্য করে এই সব্জি। ত্বককে টানটান রাখতেও এর জুড়ি নেই। তাই প্রতি দিন করলা সেদ্ধ করে তাতে লেবু ও লবন যোগ করে খান। এতে ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘ দিন।

#  করলার রসের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে তা মুখে মাখলেও উপকার পাবেন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। মৃতকোষ ঝরিয়ে ত্বকে আলাদা চমক আনে এই মিশ্রণ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.