তুরস্ক থেকে হামাস’র জন্য পাঠানো বিপুল পণ্য আটক করেছে ইসরাইল

(তুরস্ক থেকে হামাস’র জন্য পাঠানো বিপুল পণ্য আটক করেছে ইসরাইল–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জন্য পাঠানো বিপুল অংকের পণ্য সামগ্রী আটকের দাবী করেছে ইসরাইল।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১ লক্ষ ২১ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য আটক করেছে। এগুলো তুরস্কে অবস্থানকারী হামাস সদস্যরা পশ্চিমতীরে তাদের সহযোগীদের জন্য পাঠিয়েছিলেন।

ইসরাইলের চ্যানেল ৭ এর বরাতে মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে এক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

চ্যানেলটি জানিয়েছে, চারটি ব্যক্তিগত এবং দুটি কোম্পানীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২১ হাজার ৪০২ মার্কিন ডলারের বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া আশদদ পোর্টে তুরস্ক থেকে পাঠানো অনেকগুলো কন্টেইনার এবং পণ্য জব্দ করা হয়েছে।

ইসরাইলি গোয়েন্দারা তদন্তে জানাতে পেরেছে, তুরস্কের ২টি কোম্পানীর মধ্যমে হামাস এসব পণ্য পাঠিয়েছে। ওই ২টি কোম্পানীতে তুরস্কে বসবাসরত হামাসের প্রভাবশালী নেতা আব্দুল্লাহ ফুকাহা এবং আয়মান আল মাসরির মালিকানা আছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.