দ. কোরিয়ায় ঢুকতে গিয়ে উ. কোরিয়ার নাগরিক আটক

(দ. কোরিয়ায় ঢুকতে গিয়ে উ. কোরিয়ার নাগরিক আটক)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পেরিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ায় প্রবেশের সময় এক ব্যক্তি আটক হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) প্রায় তিন ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিবিধির ওপর নজর রেখে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উত্তর কোরিয়ার নাগরিক বলে ধারণা করছে দক্ষিণের আইনশৃঙ্খলা বাহিনী।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, তিনি কীভাবে সীমানা পেরিয়ে দক্ষিণে ঢুকে পড়েছেন তা জানতে চেষ্টা চলছে। তিনি গুপ্তচর কিনা, তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।

২০২০ সালের নভেম্বরে অসামরিক অঞ্চলে পুঁতে রাখা বিপজ্জনক স্থল-মাইন এবং কাঁটাতারের বাধা ডিঙিয়ে একজন উত্তর কোরিয়ান ক্রীড়াবিদ দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিলেন। পরে তদন্তে দেখা যায় তিনি সীমান্তের দুর্বল সেনসর ব্যবস্থা ফাঁকি দিয়ে দক্ষিণে পাড়ি জমিয়েছিলেন।

এরপর থেকে সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করা হয়। এর মধ্যেই নতুন করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দেয়ার ঘটনা ঘটল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.