ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়ীতে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

একইসাথে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আজ বুধবার (০৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষনের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। আমাদের নিরাপত্তার কথা ভাবতেই আঁতকে উঠি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, গোদাগাড়ীতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান আনিস, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ন সাধারণ সম্পাদক রাসিক দত্ত, ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী কলেজ শুভ সংঘের সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.