লামায় পিকআপ উল্টে প্রাণ গেল শ্রমিকের, আহত-৭

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় পিকআপ উল্টে জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। আজ বুধবার (২২ মে) সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা।
তৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রমিক সর্দার বদি আলম বিটিসি নিউজকে জানান, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে যাচ্ছিলেন হতাহতরা। পিকআপে ১৫ জন শ্রমিক ছিলেন। বদরটিলা এলাকায় বড় পাহাড় উঠার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় পিকআপের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর মারা যান। আর আহত হন সাতজন। আহতদের অন্য গাড়িতে করে চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি মো. মফিজ বিটিসি নিউজকে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.