বেনাপোলে নারী-পুরুষ-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৮ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে ৪ জন পুরুষ-৩ জন নারী ও ১ জন শিশু।
আজ বুধবার (২ মে) সকালে সীমান্তের ১ নং ঘিবা গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, যশোরের মনিরামপুর থানার সাতামপুর গ্রামের মকবুল মোড়লের মেয়ে রেহেনা খাতুন (২৬), নড়াইল কালিয়া থানার আমবাড়ি গ্রামের মিঠুন শেখ (৪০), স্ত্রী আসমা খাতুন (৩৫) ও তাদের ছেলে দুই ছেলে আরিফ (১৭) ও মুন্না (১৫) এবং খুলনার তেরখাদা থানার পানতিতা গ্রামের সোবহান খান (৪০) স্ত্রী সেলি খাতুন (৩০) ও তাদের ছেলে সাইফুল খান (৮)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদে আজ সকালে তারা জানতে পারেন ভারত থেকে ৮ বাংলাদেশি রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদে বিজিবির একটি টহলদল ওই সীমান্তের ১ নং ঘিবা গ্রামের একটি মাঠের মধ্যে অবস্থান করেন। এসময় ভারত সীমান্ত পার হয়ে এসব বাংলাদেশিরা রঘুনাথপুর সীমান্তের ঘিবা গ্রামের একটি মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদেরকে আটক করে বিজিবি।
আটকৃত ৮ বাংলাদেশির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.