ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হচ্ছে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে।  আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডাকসু ভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঢাবিতে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয় ডাকসুতে সবাই একমত হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।

ডাকসুর এজেন্ডা অনুযায়ী বৈঠকে বিষয়টি উত্থাপন করেন সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল কবির শয়ন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে আলোচনা হবে।

ডাকসু বৈঠকে ভিপি নুরুল হক নুর, এজিএস সাদ্দাম হোসেন উপস্থিত থাকলেও জিএস ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি থেকে সদ্য সাধারণ সম্পাদকের পদ হারানো গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন না।

গত জানুয়ারিতে ডাকসু নির্বাচনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি নিয়ে বিক্ষোভ করেছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অংশ গ্রহণও করে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.