বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার এক ভারতীয় যুবক রাকেশ হোসেন (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) ভোর রাতে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটে।
নিহত রাকেশ হোসেন (৩০) কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নং মেইন পিলারের ৫নং সাব পিলারের কাছে ভারত সীমানায় উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এক ভারতীয় যুবক নিহত হন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, সীমান্তের কয়েক রাউন্ড ফায়ার হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.