নোয়াখালী সুবর্ণচরের চরবাটা ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ওই ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেনকে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত থাকায় চেয়ারম্যানের পদটি শূন্য করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ে বিধি-বিধান না মানা, একক ক্ষমতায় ট্রেড লাইসেন্স প্রদান, এলজিএসপির আওতায় ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ির রাস্তা তৈরি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ সুস্পষ্ট প্রমাণিত হওয়ায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম্মেলকে গত ২৮ জুলাই সাময়িক বহিষ্কার করা হয়।

পরে তার কাছে এ বিষয়ে জবাব চাইলে তিনি এ বিষয়ে কোনো ধরনের সন্তোষজনক জবাব না দিতে পারায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারা মোতাবেক তাকে চূড়ান্তভাবে বহিষ্কার ও তার পদটি শূন্য পদ ঘোষণা করে এ মর্মে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.