পশ্চিম তীরের জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (২৩ মে) সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানে মোট ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত চার শিশু, এক চিকিৎসক ও এক শিক্ষক রয়েছেন।
শহরটিতে একটি ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান পরিচালনা করার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী রাস্তায় নির্বিচারে গুলি চালাচ্ছে।
অভিযানের ভিডিও ক্লিপগুলোতে এক ইসরায়েলি সেনাকে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিদের একজনকে লাথি মারতে দেখা গেছে। তাদের অন্তর্বাস পরিহিত অবস্থায় রাস্তায় হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল।
জেনিনে আল-জাজিরার প্রতিনিধিদের ওপরও গুলি চালিয়েছিল ইসরায়েল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, লাইভে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের এক সংবাদদাতা হামলার শিকার হন। এসময় কাছাকাছি একটি হোটেলে এক কর্মী আহত হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.