ডিএমপি’র নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম

ঢাকা প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।

আর নতুন সিআইডি প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।

এছাড়া প্রজ্ঞাপনের মাধ্যমে এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি বৃহত্তর কুষ্টিয়ায়।  সরকারের কাছে ‘ক্লিন ইমেজ’র অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি থাকায় ঢাকার সব জেলায় ইতিবাচক পরিস্থিতি রেখেছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.