জাস্ট ওয়েট, সবকিছু ঠিক মতই এগুচ্ছে : শাহাদাৎ হোসেন চৌধুরী

 

ঢাকা প্রতিনিধিভোটগ্রহণের সময় নির্ধারণের বৈঠক শেষ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার জাতির উদ্দেশে সন্ধ্যা ৭টায় ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সবকিছু ঠিক মতই এগুচ্ছে। জাস্ট ওয়েট, কবে ভোট জানতে পারবেন।

ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঠিকঠাক মতই ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ ২০ ডিসেম্বরের দিকেই সম্পন্ন হতে পারে। তবে জানুয়ারির প্রথমদিকে ভোটগ্রহণ হলেও প্রস্তুতি থাকবে ইসির।

তফসিলকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা পর্যায়ে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। এতে প্রার্থীদের মনোনয়ন, জামানত বইসহ অন্য উপকরণ রয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.