জাবির নৃবিজ্ঞান বিভাগে ফাতেমা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে বিভাগের প্রয়াত ছাত্রীর ফাতেমা স্মরণে অনুষ্ঠিত হয়েছে ফাতেমা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০।
গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ইনডোর মাঠে টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় একক পুরুষ,দ্বৈত পুরুষ ও দ্বৈত নারী ক্যাটাগরিতে শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ নেয়৷
বুধবারে ফাইনালে ছেলে এককে ৪৬ ব্যাচের বিজয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৪৭ ব্যাচের রনি। ছেলে দ্বৈতে ৪৫ ব্যাচের আবিদ ও শাকিলের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৪৬ ব্যাচের বিজয় ও সজলের টিম।
মেয়ে দ্বৈতে  ৪৮ ব্যাচের ফাতেমা ও শ্রুতির টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একই ব্যাচের চমক ও সামিহার টিম।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিভাগের ক্রীড়া শিক্ষক সহকারী অধ্যাপক সাজ্জাদুল আলম ও সহকারী অধ্যাপক আকলিমা আক্তার।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বুধবার বিভাগের ১২৮ নাম্বার রুমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদ ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আইনুন নাহার,অধ্যাপক হাসান আশরাফ প্রমুখ৷
এর আগে ৯ জানুয়ারী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত  ডিন অধ্যাপক রাশেদা আখতার টুর্নামেন্টের উদ্বোধন করেন৷
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত  হয়েছে প্রয়াত ছাত্রী ফাতেমার স্মরণে এই টুর্নামেন্ট৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.