জাপোরিজ্জিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা রুশ বাহিনীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর অধিকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া শহরে বৃহস্পতিবার একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই নারী নিহত এবং পাঁচজন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, দখলকারীরা আঞ্চলিক কেন্দ্রগুলোর বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলায় ইউক্রেনের নিয়ন্ত্রিত ভবনে আগুন ধরে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোত প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক ভবন ধসে পড়েছে।
জাপোরিজ্জিয়ার ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ বলেন, হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।
সম্প্রতি জাপোরিজ্জিয়াসহ ইউক্রেনের আরও চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলো বলছে, এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে লড়াই অব্যাহত রেখেছে ইক্রেনীয় বাহিনী। এর মধ্যে রুশ অধিকৃত লুহানস্ক ও ডনেস্কের কয়েক গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভে। (সূত্র: সিএনএন) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.