জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন নিজাম উদ্দীন

নোয়াখালী প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় স্বীকৃতি হিসেবে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ নিজাম উদ্দিন।
তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইসমাইলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার (বাংলা) প্রভাষক। এছাড়াও উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) বিকালে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার (অ.দা) নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।
মোহাম্মদ নিজাম উদ্দিন ২০০২ সাল থেকে বাংলা প্রভাষক পদে শিক্ষক হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ২০ বছরের শিক্ষকতা পেশায় তিনি একজন সফল ব্যক্তিত্ব। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও গভার্নিং বডির সাথে তার সু-সম্পর্কও অধিক।
শিক্ষকতার পাশাপাশি তিনি অনেক গুলো সমাজ কল্যাণ মূলক সংগঠনের সাথে জড়িত। এ ছাড়াও স্থানীয় এবং জাতীয় পত্রিকায় তার বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ও সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি। এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
ইতঃপূর্বে ২০১৪ সালে ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। সর্বোপরি এ অর্জনে জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.