জলঢাকায় ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত 

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের টগড়ার ডাঙ্গায় ভাওয়াইয়া একাডেমী মাঠে শতফুল ফুটতে দাও সংস্থার আয়োজনে ভাওয়াইয়া গানের আসরে আলোচনা সভা এবং ভাওয়াইয়া গান অনুষ্ঠিত হয়।
ভাওয়াইয়া একাডেমীর সভাপতি শিক্ষাবিদ মুক্তিযুদ্ধা আব্দুল গফ্ফার’র সভাপতিত্ব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য নীলফামারী-৩ মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ  মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু,সাবেক সভাপতি দবির হুদা, ভাওয়াইয়া একাডেমির উপদেষ্টা সাইদার রহমান বুলু,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক তহমিদার রহমান মিলন,বাবলুর রহমানসহ উপজেলার সাংবাদিকবৃন্দ ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি বলেন ভাওয়াইয়া সংস্কৃতি কে সামনে এগিয়ে নিতে হবে।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.