জলঢাকার মাথা গোঁজার ঠাঁই পেলেন ২৮০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে ২৮০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলেন।গৃহ হস্তান্তর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর জলঢাকা উপজেলার ২৮০টি দুস্থ পরিবারকে পাকা ঘর হস্তান্তর করেছেন।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হকরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা সমাজসেবা অফিসার আবদুল আউয়াল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম সহ স্থানীয় গনমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর কাউন্সিলবৃন্দ ও স্থানীয় সূধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। পরে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির কাগজপত্রসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.