জলঢাকায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পুর্ন 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শনিবার ১৮ মার্চ উপজেলা শিক্ষক – কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পুর্ন হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ(কালব্) এর সার্বিক আয়োজনে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মূখর পরিবেশে ১২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও ভোট গ্রহনের মধ্যদিয়ে নির্বাচন সু-সম্পুর্ন করেছেন নির্বাচন প্রস্তুতি কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নাজিমুল হক চৌধুরী।
১২তম বার্ষিক সাধারণ নির্বাচনে তৃতীয় বারের মত (চেয়ার) প্রতীক নিয়ে ৩ শত ৬২ ভোট পেয়ে সভাপতি (চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন জলঢাকা ডিগ্রি কলেজের সহ-কারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ফয়সাল হাসান শাহ্ (ছাতা) প্রতীক নিয়ে পেয়েছেন ১শত ৯০ ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধীতায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিক্ষক শামীম নেওয়াজ হাফিজ।
এছাড়াও সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। এর মধ্যে (আম) প্রতীক নিয়ে ২শত ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিক্ষক আসাদুজ্জামান আসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষক আবুল কালাম আজাদ (মোরগ) প্রতীক নিয়ে ১শত ৪৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষিকা লাভলী বেগম(মাছ) প্রতীক নিয়ে ১শত ৪২ ভোট পেয়েছেন।
অপরদিকে বিনাপ্রতিদ্বন্ধীতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন শিক্ষক মোঃ আসাদুজ্জামান মানিক, বিনা প্রতিদ্বন্ধীতায় ডিরেক্টর নির্বাচিত হয়েছেন শিক্ষক মোঃ আবদুল্লাহ্ ও শাহ্ আলম। পরে কালবের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের ফুলের মালা গলায় পড়িয়ে শুভেচ্ছা জানান কালবের সাধারণ সদস্যবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান, জলঢাকা উপজেলা সমবায় অফিসার লুবনা আক্তার সরকার, জেলা কালবের ব্যবস্থাপক মহরুল আলম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.