ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪ মাওবাদী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে মাওবাদী আন্দোলনের ৪ সদস্য নিহত হয়েছেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বিজাপুরের একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে গোলাগুলি হয়। এ সময় ওই ৪ জনের মৃত্যু হয়। ট্রিবিউট ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) ভোরে রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বিজাপুরের জঙ্গলে ভারতীয় নিরাপত্তারক্ষীদের একটি যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়। সেখানে মাওবাদী গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফলে ৪ জনের মৃত্যু হয়।
বিজাপুরের পুলিশ সুপার পি সুন্দররাজ সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ৪টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। তল্লাশি অভিযান এখনও চলছে। গভীর জঙ্গলে এই সংঘর্ষে নিরাপত্তারক্ষীরা এখনও অক্ষত রয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.