চীনের ড্রোন তাড়াতে সতর্কতামূলক গুলি ছুড়েছে তাইওয়ান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীন সীমানার কাছে তাইওয়ানের একটি দ্বীপে উড়ছিল বেইজিংয়ের ড্রোন। সেই ড্রোন তাড়াতে সতর্কতামূলক গুলি ছুড়েছে তাইপে।
বিবিসির খবরে বলা হয়েছে, চীনের ড্রোন তাড়াতে তাইওয়ানের গুলি ছোড়ার ঘটনা এই প্রথম।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী গুলি ছোড়ার পর ড্রোন তিনটি চীনের মূলভূখণ্ডে উড়তে দেখা যায়।
সাম্প্রতিক সপ্তাহে তাইপে অভিযোগ করছে, তাদের ছোট্ট দ্বীপ সীমানায় চীনের মূল ভূখণ্ড সংলগ্ন এলাকায় বেইজিংয়ের ড্রোন উড়ছে।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর প্রণালির দুইপাশে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে।
পেলোসির সফরের সময় চীন নজিরবিহীন সামরিক মহড়া করে। তাইওয়ান বলছে, সেই থেকে বিপুল সংখ্যক চীনা ড্রোন তাদের আকাশসীমানায় অনুপ্রবেশ করছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.