যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ যৌথ মহড়া শুরু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সুরক্ষিত সীমানার ২০ মাইলেরও কম দূরত্বে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী সামরিক মহড়া শুরু করেছে।
রয়টার্সের খবরে এই মহড়াকে সাম্প্রতিক বছরের ‘সর্ববৃহৎ লাইভ ফায়ারিং’ মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে। মহড়ায় আর্টিলারি, ট্যাংকসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে।
করোনার কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দুই বছর যৌথ মহড়া করতে পারেনি। এই মহড়ার মাধ্যমে মিত্র দেশ দুটো পুনরায় মহড়ায় ফিরল।
ওয়াশিংটন ও সিউল মহড়াকে উত্তর কোরিয়া ও দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র থামানোর উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। তবে উত্তর কোরিয়া এই মহড়াকে ‘যুদ্ধের রিহার্সাল’ বলে মন্তব্য করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.