চারঘাটের জালাল হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতারকৃত ০২ আসামীর জবানবন্দি প্রদান

রাজশাহী জেলা পুলিশ: গত ০৯-১০-২০২০ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকায় চারঘাট মডেল থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গায় জালাল উদ্দিন(৬০), পিতা-মৃত জাদব আলী, সাং-মেরামতপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী নামক ব্যক্তিকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আহত জালালকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জালাল উদ্দিন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মানিক(২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন যার নম্বর ০৮, তারিখ ১০-১০-২০২০ ইং, ধারা ৩০২/৩৪ দন্ডবিধি।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর দিকনির্দেশনায় চারঘাট থানা পুলিশের একটি টিম চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নূরে আলম এর নেতৃত্বে গত ০৩-১১-২০২০ ইং তারিখ চারঘাট থানাধীন আস্করপুর এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ মিনুরুল ইসলাম(৩০), পিতা-মৃত রোস্তম আলী, সাং-আস্করপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিনারুলের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত টিম তদন্তে প্রাপ্ত অপর আসামি মোঃ মাসুদ রানা(৩২), পিতা-মৃত মকছেদ আলী, সাং-আস্করপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গত ০৪-১১-২০২০ ইং তারিখ চারঘাট থানাধীন সারদা বাজার থেকে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামিদ্বয় নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। মূলত গত ০৯-১০-২০২০ ইং তারিখ গ্রেফতারকৃত আসামিদ্বয় সারদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে ভ্যান ছিনতাই করার পরিকল্পনা করে।

সে মোতাবেক তারা দুজনে উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ০৬.১৫ টার দিকে চারঘাট চৌরাস্তার মোড় হতে মৃত জালাল উদ্দিন এর ইঞ্জিন চালিত ভ্যান ভাড়া করে ঝিকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।

পথিমধ্যে সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকায় বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক জুয়েলের আমবাগানের পূর্বপাশের্^ হেয়ারিং রাস্তার উপর নির্জন জায়গায় পৌছে ভ্যান ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে আসামি মাসুদ রানা মৃত জালাল উদ্দিনের গলার ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে।

এ সময় জালাল উদ্দিন চিৎকার আরম্ভ করলে আসামিদ্বয় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.