আদমদীঘির নসরতপুর-মুরইল-রাইকালী সড়ক প্রশস্তকরণসহ ও সংস্কার কাজের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর মুরইল ও রাইকালী ৬ কিলোমিটার পাকা সড়ক প্রশস্তকরণসহ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে এই কাজের উদ্বোধন ও ফলক উম্মোচন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু।

এ উপলক্ষে নসরতপুর তিনমাথা চত্বরে এক আলোচনা সভা নসরতপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, আওয়ামীলীগ নেতা নাজিমুল হুদা, রফিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক আজাদ, রেবতী মোহন শাহা, উজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ কুমার প্রমূখ।

উল্লেখ্য: এলজিইডি কর্তৃক আর,সি আই,পি প্রকল্পের ৯ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে নসরতপুর মুরইল ও রাইকালী ৬ কিলোমিটারের অধিক সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজের বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.