চাকুরী জাতীয় করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নকল-নবীসদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাকুরী জাতীয় করণের দাবিতে ঘন্টাবাপী মানববন্ধন করেছে বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবীস) এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ সুমনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীস) এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, শিবগঞ্জ উপজেলা সভাপতি সারোয়ার জাহান, ভোলাহাট উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা সভাপতি মাইনুল ইসলাম, নাচোল উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা শাখার দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, কোষাধক্ষ্য তোফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. আশিয়া খাতুন, সদর উপজেলা শাখার সদস্য আয়েশা খাতুনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

মানব বন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর হতেই নকল নবিসরা চুক্তিভিক্তিক কাজ করে যাচ্ছে, তাদের কোন নিদিষ্ট বেতন নেই। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশের সকল নকল-নবিসদের জাতীয় করনের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে নকল-নবিসদের সেই আশার মৃত্যু হয়।

নকল-নবিসরা বলেন, ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন নকল-নবিসদের রাজস্ব খাতে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এরপর ৪ বার প্রধানমন্ত্রী হিসেবে থাকলেও আজও এর বাস্তবায়ন হয়নি।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীস) এসোসিয়েশনের সদস্যরা প্রধানমন্ত্রী, স্পিকার, আইনমন্ত্রীসহ সকল সংসদ সদস্যের নিকট জাতীয় করণের দাবিতে স্মারকলিপি প্রদান করে। আগামী ২৫ জুন বুধবার নকল-নবিস সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.