আফগানিস্তান বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দলটির নেতৃত্বে ছিলেন হাশমতউল্লাহ শহিদি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের নেতৃত্বে খেলবে আফগানরা। দলে ৬জনই অলরাইন্ডার।
দলেই যায়গা পাননি হাশমতউল্লাহ। ২০২২ বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি আফগানরা। নতুন নাম – করিম জানাত, মোহাম্মদ ইসাক ও নুর আহমাদ।
বড় চমক হয়ে দলে এসেছেন দুই তরুণ মোহাম্মদ ইশাক ও নাঙ্গিয়াল খারোতি। ২০ বছর বয়সী অলরাউন্ডার খারোতি গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে ৫.৯০ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্সই নির্বাচকদের মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট ছিল।
১৯ বছর বয়সী ইশাকেরও আফগানিস্তানের হয়ে অভিষেক হয়েছে এ বছর। এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইশাককে মূলত রহমানউল্লাহ গুরবাজের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে।
রশিদ খান ও নাঙ্গিয়াল খারোতি ছাড়াও দলে অলরাউন্ডার হিসেবে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব ও করিম জানাত। শেষের তিনজন পেস বোলিং অলরাউন্ডার।
আর পেসার হিসেবে আছেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক। মুজিব উর-রহমানের সঙ্গে নুর আহমেদের অন্তর্ভুক্তি আফগানিস্তানের স্পিন বিভাগকে করে তুলেছে আরও শক্তিশালী।
আগামী ৪ জুন নবাগত উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ ইসাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়িব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগাল খারোটি, মুজিব উর রহমান, নুর আহমাদ, নাবিন উল হক, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: সেদিক আতাল, হযরতউল্লাহ জাজাই ও সালিম শাফি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.