শিবগঞ্জে গ্রাম পুলিশের প্রশিক্ষন কর্মশালার সমাপনী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা শেষ হয়েছে। ‘আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভুমিকা’ বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালাটি গত মঙ্গলবার শুরু হয়ে আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার গ্রাম পুলিশদের হাতে কর্মশালার সনদপত্র তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান।
শেষে অংশগ্রহনকারী গ্রাম পুলিশদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার সহযোগিতায় প্রশিক্ষন কর্মশালায় শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশগণ অংশগ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.