চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৫ দফা দাবীতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোশ মিছিল করেছে আজ শনিবার বেলা ১১টার দিকে মহানন্দা সেতুর বারোঘরিয়া চত্বরে দ্বিতীয় শিফটে নিয়মিত ক্লাস, ছাত্রাবাস নির্মাণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের অভিযাগ, বেতন বৈষ্যমের দাবি তুলে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাসে না গিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে।

এছাড়া বিদ্যালয়ে নেই কোনো ছাত্রাবাস। শিক্ষার্থীদের ক্ষতি করে কোন কর্মসূচী পালন করলে, সেটা হবে শিক্ষার্থীদের উপর অবিচার করা। তাই এসকল দাবী মেনে নেয়ার জোর দাবী জানায় শিক্ষার্থীরা।

ইন্সটিটিউটের অধ্যক্ষ হুমায়ন কবীর জানান, সরকারের বেতন বৈষম্যের কারণে ২৭ মার্চ থেকে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাস বর্জন করেছেন। এতে প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ক্লাস হচ্ছেনা। এতে ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.