মোদির মতো দেখতে কে এই পানিপুরি বিক্রেতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গুজরাটের একটি দোকানে পানিপুরি বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। তবে ভাইরাল হওয়া লোকটি নরেন্দ্র মোদির মতো দেখতে হলেও অন্য কেউ।
ভাইরাল এই ব্যক্তির নাম অনিল ভাই ঠক্কর। তিনি গুজরাটের আনন্দে তুলসী পানি পুরি কেন্দ্রের মালিক। স্থানীয়রা তাকে প্রধানমন্ত্রী মোদি বলে ডাকেন। কারণ তাকে দেখতে মোদির মতো মনে হয়।
তার চুলের স্টাইল এবং সাদা দাড়িও মোদির সঙ্গে মিলে যায়। ঠক্কর মূলত জুনাগড়ের বাসিন্দা এবং তিনি ১৮ বছর বয়স থেকে ‘তুলসী পানি পুরি সেন্টার’ পরিচালনা করছেন। দোকানটি তার দাদার হাতে শুরু হয়েছিল।
৭১ বছর বয়সী পানি পুরি বিক্রেতা বলেন, ক্রেতারা প্রায়ই আমার সঙ্গে সেলফি নেয়। মোদির সঙ্গে আমার মিল থাকায় আমি স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছ থেকে অনেক ভালোবাসা ও সম্মান পাই।
তবে ঠক্করই মোদির মতো দেখতে একমাত্র ব্যক্তি নন। মুম্বাইয়ের বিকাশ মহন্ত নামক ব্যক্তিও দেখতে মোদির মতো।
এই বছরের শুরুর দিকে তাকে গর্ভা নামক একটি বাধ্যযন্ত্র বাজাতে দেখা গেছে। কিন্তু ভাইরাল হওয়া ওই ভিডিওটি মোদির ডিপফেক ভিডিও বলে মনে করা হয়েছিল। পরে সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.