চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান ইয়াবাসহ আটক ৩


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার মেলার মোড় এলাকা থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের মারতু বিশ্বাসের ছেলে মো. সিহাব (২৬), আকুন্দবাড়িয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সেলিম রেজা (২৬), একই এলাকার মো. রইজুদ্দিনের ছেলে মো. ইব্রাহীম বিশ্বাস (৩৫)। র‌্যাব-৫ এর এক প্রেসনোটে বৃহস্পতিবার রাতে জানানো হয়, র‌্যাব-৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়।

গোপন সূত্রে র‌্যাব জানতে পারে মহারাজপুর এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েক ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে বিকেল ৪টার দিকে র‌্যাবের অপারেশন দল মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অভিযান চালিয়ে ৪ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিহাব (২৬), মো. সেলিম রেজা ও মো. ইব্রাহীম বিশ্বাসকে ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, ২টি মেমোরীকার্ড, ৪৮০০/-টাকাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন থেকেই বিভিন্ন ধরণের মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.