চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। শনিবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধি পৃথক অভিযানে ১৬ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাইদ আবদুল্লাহ আল মুরাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজিবুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজিবুল আলম মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। র‌্যাব আরো বলেন, অভিযানকালে ১ কেজি ৪’শ গ্রাম গাঁজা, ১৫ হাজার লিটার চোলাই মদ, ১৫ আ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন, ১ বোতল বিদেশী মদ ও মাদকসেবন সামগ্রী উদ্ধার করা হয় ।

মাদকদ্রব্য ম্যাজিস্ট্রেট্রের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, নাচোল উপজেলার চন্দ্রাইলের মোঃ মেছের আলীর ছেলে রফিকুল (২৫), ভাগ্যবানপুর লাহাপাড়ার একরামুল হকের ছেলে মাহাবুব আলী (২৮), সদর উপজেলার কল্যাণপুর নয়াগোলার মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ নূরে সিদ্দিকী সাগর (৪৫), আজাইপুরের মোঃ ফারুক আলীর ছেলে মোঃ আকতারুল আলী (৩২), হুজরাপুরের মৃত বিশ্বনাথ দাসের ছেলে দিবশ কুমার দাস (২২),

প্রান্তিকপাড়ার মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ শুভ আলী (২০), আরামবাগ এলাকার মোঃ বরজাহান আলীর ছেলে মোঃ পারভেজ আলী (২৬), একই এলাকার জনি আহমেদ (২০), আঙ্গারিয়াপাড়ার মোঃ শাজাহানের ছেলে মোঃ জাহাঙ্গীর (৪০), নতুনবাজারের মোঃ সাবদুলের ছেলে মোঃ রাজীব আলী (২১), কল্যানপুরের সাদের উদ্দিন দফাদারের ছেলে উইনুস আলী (৬৫), ভাগ্যবানপুর লাহারপুরের ডাঃ ওমর আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২১), রামকৃষ্টপুরের মোঃ মাহফুজুর রহমান মুকুলের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান আশিক (১৮), রাজারামপুরের মোঃ এনতাজ আলীর ছেলে মোঃ মেহেদী হাসান @ শামীম (১৮), একই এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইব্রাহীম (১৮) ও আব্দুল খালেকের ছেলে আব্দুর রাকিব (১৯)।

প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবনের দায়ে আটককৃতদের মধ্যে ১০ জনকে ১ মাস করে, ১ জনকে ৭ দিনের কারাদন্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যামাণ আদালত।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.