চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত শতাধিক শিশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেড়েছে। গত ২৪ঘন্টায় শিশুসহ ১০০জনেরও বেশী এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০শিশু ভর্তি হয়েছে এবং আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত আরও ২০ জনেরও বেশী শিশু নতুন করে ভর্তি হয়েছে।

আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া হচ্ছে দাবি করে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল জানান, ঠান্ডার পর গরম আসায় এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে এতে ভয়ের কোন কারণ নেই। এজন্য রোগিসহ সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে।

এছাড়া হাসপাতালে যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি। এদিকে, ডাঃ মোঃ মাহফুজ রায়হান জানান, গত এক সপ্তাহ ধরে সব ধরনের রোগী হাসপাতালে বেড়েছে। তাদের মধ্যে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেশী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.