চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমন কিছুটা উর্ধ্বমূখী \ শেষ হচ্ছে বিধি-নিষেধের মেয়াদ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার কিছুটা উর্ধ্বমূখী। আজ বুধবার (২৩ জুন) রাত ১২টায় ২য় দফায় দেয়া জেলা প্রশাসনের বিধি-নিষেধের মেয়াদ শেষ হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিকেলে জেলা করোনা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে জেলা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে। জেলায় করোনায় মোট মৃত্যু ৯৬ জনের। এখনও জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান সিভিল সার্জনের।
আজ বুধবার দুপুরে জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী বিটিসি নিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ৬৭০টি নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ১১১ জনের। এর মধ্যে ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ২৫ জনের পজেটিভ রেজাল্ট এসেছে।
র‌্যাপিড টেস্টে এসেছে ৫৭২টি তে ৮৬ জন পজেটিভ। জিনেক্স টেস্টে ১ জনে ১জনই নেগেটিভ। চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৩ হাজার ৭৩৫জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২’শ ৯১ জন। প্রাণহানি ঘটেছে ৯৬ জনের। জেলায় মোট করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা-১ হাজার ৪৪৪ জন।
সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে বুধবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭২ জন। তিনি বলেন, জেলায় করোনা সনাক্তের হার কিছুটা উর্ধ্বমূখী। জেলার করোনা এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে।
জেলার মানুষ সচেতন হয়ে সঠিকভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে জেলার করোনা সংক্রমন নিয়ন্ত্রণে আসবে। এদিকে, ৩০ জুন পর্যন্ত একইভাবে কঠোর বিধি-নিষেধ এর মেয়াদ বৃদ্ধি করেছে জেলা প্রশাসন বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.