গোবিন্দগঞ্জে অটোরিক্সা চালক হত্যাকান্ডের ঘটনায় ৩ জন গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিক্সাভ্যান চালক হামিদুলকে হত্যার পর রিক্সাভ্যান ছিনতাইয়ের মূল আসামী সাইদুর রহমান, সাইফুল ইসলাম ও হাসিফুলকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়াম RAB-13 তাকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া অটোরিক্সাভ্যানটি উদ্ধার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের অধিনায়ক লে: কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১৩ সাইদুর রহমানসহ ৩ জনকে জেলার সুন্দরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া সাইদুর গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে।  গ্রেফতারকৃত সাইদুরকে র‌্যাব বুধবার ২৭ জানুয়ারি বিকেলে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
গত ২৫ জানুয়ারী দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র নিখোঁজ অটোরিক্সাভ্যান চালক হামিদুলের বস্তাবন্দি লাশ রাখাল বুরুজ ইউনিয়নের নয়াপাড়া একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। হামিদুল গত ২৪ জানুয়ারী সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.