শাহজাদপুরে ১৪ কেজির ওজনের আইর বিক্রি হলো ২১ হাজার ৫ শত টাকায়

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুরে যমুনার জেলেদের জালে আটকে পড়া বিভিন্ন ধরনের মাছ শাহজাদপুরে বিক্রি করচ্ছে। মাছের দাম প্রচুর হলেও সাধারণ মানুষ কিনতে না পারলেও মাছ চলে যাচ্ছে মন্ত্রী-এমপিদের বাসায়। এমন কথা জানালেন মৎস্য ব্যবসায়ীরা।
আজ বুধবার (২৭ জানুয়ারী) সকালে ‍শাহজাদপুর দ্বারিয়াপুর বাজারে আইর মাছ, কাতল মাছ বাজারে আসলেও ১৪ কেজি ওজনের আইর মাছটি বিক্রি হয় ২১ হাজার ৫ শত টাকায়।
এছাড়াও কাতল বিক্রি হয় ৫ শত থেকে ৬ শত টাকায়। সাধারণ মানুষের এ মাছ কেনার সাধ্য না থাকলেও মাছ চলে যাচ্ছে বড় বড় সরকারি কর্মচারীদের বাড়ীতে।
মৎস্য ব্যবসায়ী বাবু ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এসব মাছ যমুনা নদী থেকে কিনে আনা হয়। তবে, এসব মাছ অধিকাংশই চলে যাচ্ছে মন্ত্রী-এমপিদের বাসায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.