গুলশানে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা

ছবি: ফাইল

ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসেছেন। এতে জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি রয়েছেন ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

আজ দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এরই মধ্যে কার্যালয়ে ঢুকেছেন শতাধিক প্রার্থী। নির্বাচনে দাঁড়ানো ঐক্যফ্রন্টের বাকি প্রার্থীরাও আসছেন গুলশান কার্যালয়ে। আছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ জোটের শীর্ষ নেতারাও।

জানা গেছে, এই বৈঠকের পর নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে গুলশান কার্যালয়ে প্রবেশ করার সময় জেএসডি সভাপতি আ স ম রব সাংবাদিকদের বলেন, আমরা হঠকারী কোনও সিদ্ধান্তে যাবো না। মাঠ পর্যায়ে ভোটারদের কাছে যাবো। তথ্য উপাত্ত সংগ্রহ করবো। ৩০ তারিখে কোনও ভোট হয়নি, ভোট ডাকাতি হয়েছে। রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। নির্বাচনে ৭টি আসনে জয় পায় বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.