গাছের সাথে এ কেমন শত্রুতা !


নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সামাজিক বিরোধের জের ধরে ৬০ টি সুপারি গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে লালোর ইউনিয়নের নলবাতা গ্রামে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ কুমার সরকার।
জানা যায়, প্রদীপ কুমার সরকার তাঁর নিজ জমিতে বিভিন্ন বৃক্ষ রোপন, গাছ গাছালি ও সবজি চাষ করে আসছেন। প্রায় ৪ বছর আগে প্রায় ৬০ টি সুপারি গাছ লাগান।
গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল আনুমানিক ৭ ঘটিকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষ নয়ন কুমার মন্ডলের নেতৃত্বে ৫/৭ জন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাগানে প্রবেশ করে সব কয়টি সুপারি গাছ কর্তন করে।
এসময় প্রদীপ কুমার সরকার বিটিসি নিউজকে জানান, সামাজিক ভাবে তাঁর সাথে বিরোধ ছিলো। তাঁর কোনো ক্ষতি আমার দ্বারা হয়নি। কিন্তু নয়ন কুমার মন্ডলের আমার বাগানের সুপারি গাছ গুলো কেটে ফেলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.