গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনের হাওয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ৩১-গাইবান্ধা -৩(পলাশবাড়ী- সাদুল্লাপুর )সংসদীয় আসন এক বছর পূর্ণ না হতেই উপ-নির্বাচনের  হাওয়া বইছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) এ আসন টি শূণ্য ঘোষণা করা হয়। শুরু হয় নির্বাচনী আমেজ। হিসাব নিকাশ চলছে সবার মাঝে। কে মন জয় করে ছিনিয়ে নেবে এ আসন। চলছে  নির্বাচনী হাওয়া। আলোচনা-সমালোচনায় কুড়ি ছুঁই ছুঁই প্রার্থী। জানার অপেক্ষায় তারা কারা ? কে পাচ্ছেন কেন্দ্রের আর্শীবাদ? চলছে দৌড় ঝাপ। চা দোকানে আলোচনায় মেতে উঠেছে নিজ পছন্দের প্রার্থীর জন্য,অপেক্ষায় ভোটার।
গত শুক্রবার (২৭ ডিসেম্বর) ডাঃ ইউনুস আলী সরকার (এমপি)র মৃত্যুতে উপ-নির্বাচনের জন্য আসনটি শূন্য ঘোষণা করা হয়। তার মূত্যুতে ৯০ দিনের মধ্যে এই আসনে  উপ-নির্বাচন হবে।
ক্ষমতাসীন দল ও অন্যান্য দল মিলে প্রায় দেড় ডজন মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে জনসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ, ও স্হানীয় দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাতে ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে।
এখন শুধু দেখার পালা কে পাচ্ছে পছন্দের প্রতীক এবং কে পৌঁছাতে পারবে স্বপ্নের সেই  জাতীয় সংসদ ভবনে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.