নতুন বছরের জ্বরে তিলোত্তমা প্রহর গুনছে

কলকাতা প্রতিনিধি: একে একে অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানে ইতিমধ্যেই নতুন বছরে পা দিয়েছে ৷ ইতিমধ্যেই কলকাতা সেজে উঠেছে তার আলোকসজ্জা আর হুল্লোড় নিয়ে ৷ প্রহর গুনছে গোটা নগরী উৎসবের প্রাচুর্যতা নিয়ে নতুন বছরের ৷
রাস্তায় রাস্তায় পুলিশী তৎপরতা ৷ জনস্রোতকে নিরুপদ্রব  ভাবে এবং নিরাপদ রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পুলিশী ব্যাবস্হা ৷ ৫০০০ পুলিশ দায়িত্বে রয়েছেন বিভিন্ন রাস্তায়  ৷
৩০ জনের মহিল পুলিশ বাহিনী রয়েছে, মহিলাদের স্বার্থে ৷ পরিস্হিতির ওপর কড়া নজর রয়েছে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের ৷ রয়েছে পার্কস্ট্রট পুলিশের ৫টি টিম ৷
পার্কস্ট্রিট, সায়েন্সসিটি, ইকো পার্ক, প্রিন্সটন ক্লাব, মিলেনিয়াম পার্কে ইতিমধ্যে মানুষের ঢল উপচে পড়ছে ৷ সারা রাত চলবে তিলত্তমার বুকে উল্লাসের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব ৷
পার্কস্ট্রিটের উদ্দাম , রকমারি খাবারের পসরা , জম্পেস পার্টি ৷ আবার মিলেনিয়াম পার্কের গঙ্গাবক্ষে আনন্দে ভেসে নতুন বছরকে বরণ করে নেওয়া উচ্ছ্বাস ৷ ময়ূরপঙ্খি, আলোর রশনাই – এ সজ্জিত সরকারি ক্রুজ ব্যান্ড, কিংবা নাওতে ভেসে ভেসে নতুন বছরকে স্বাগত জানান , এ এক অনবদ্য উৎসাহ ৷
সায়েন্সসিটিতে উপচে ভিড় , মেসিন স্টিমুলেটে ( গেম ) করে চিনের প্রাচীরের উপর দিয়ে সাইকেল রিক্সায় চেপে কখনও পাহাড় কখনও জল পেরিয়ে এগিয়ে যাওয়া , উৎসাহী জনতার বর্ষশেষের আবেগর পারদ ক্রমেই বেড়েছে ৷ তাছাড়া রয়েছে তাজমহল , ভিক্টোরিয়া , জাদুঘর , JW ম্যারিয়েট , ফ্রোটেলে উপচে পরা ভীড় ৷
দিল্লী, মুম্বাই কিংবা দীঘা থেকে গরুমারা সর্বত্রই এখন নতুন বর্ষবরণের অপেক্ষায় উচ্ছ্বাস তুঙ্গে ৷ পর্যটকের ভীড়ে প্রায় জনারণ্য ৷ আবেগে উৎসাহে মানুষ শুধু প্রহর গুনছে ৷
ইন্ডেয়ান, ম্যাসক্সিকান, ইটালিয়ান খাবারের পসরা অন্যদিকে বল ডান্স, রাশিয়ান ডান্স, বেলি ডান্স এবং আরও আরও আনন্দের ঝুলি নিয়ে তিলোত্তমা কলকাতা এবং গোটা রাজ্য অপেক্ষা করছে নতুন বছর ২০২০ কে একেবার টোয়েন্টি টোয়েন্টি খেলার মত উপভোগ করতে৷
স্বাগত ২০২০ ৷ সকলের ভালো কাটুক ৷ আনন্দে কাটুক ৷ আর মাত্র কয়েক ঘন্টা ……
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.