গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে “নিরাপদ চালক, ‘নিরাপদ জীবন” এই শ্লোগানে জনচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী 

গাইবান্ধা প্রতিনিধি: ” নিরাপদ চালক, ‘নিরাপদ জীবন ” শহরে শৃঙ্খলা ফিরাতে,দূর্ঘটনা এড়াতে ” “ট্রাফিক আইন মেনে চলি,” নিরাপদে বাড়ি ফিরি “এই পতিপাদ্যকে সামনে রেখে সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ হয়েছে যা ১  নভেম্বর ২০১৯ ইং হইতে কার্যকর হয়েছে।
এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে  আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্তমানে চলমান নতুন সড়ক ও পরিবহন আইনে জরিমানা ও শাস্তির পরিমাণ অনেক বেশি তাই অনাকাঙ্খিত শাস্তি ও জরিমানা এড়াতে এ জনসচেতনতা মূলক কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম লিফলেট বিতরন শেষে সাংবাদিকদের নিকট জনসচেতনতায় এক ব্রিফিং প্রদান করেন ।
এসময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক পুলিশের টি আই নুর আলম সিদ্দিক সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.