বাগাতিপাড়া লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজ এম.পি.ও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও সাংসদ বকুলকে সংবর্ধনা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজ এম.পি.ও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মোনজাত ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে কৃতজ্ঞতা সূরুপ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এম.পি.ও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া শুকরিয়া আদায় অনুষ্ঠানে লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল
ইসলাম বকুল।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিসার আহাদ আলী, লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম,শিক্ষক আতাউর রহমান, এটিএম শরিফুল ইসলাম সহ প্রমুখ।

পরে লক্ষণহাটি স্কুল এন্ড কলেজ থেকে পড়ে জমজ দুই ভাই খালেক মাহমুদ ও খালেক আজম রাজশাহী মেডিকেল কলেজে চ্যান্স পাওয়ায় লেখাপড়ার জন্য স্কুল কতৃপক্ষের পক্ষ থেকে অনুদান টাকা তুলে দেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।পরে প্রধানমন্ত্রী দূর্ঘঅয়ু কামনা করে দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.