আন্তর্জাতিক বিশ্ব পর্বত দিবস উদযাপন রাজশাহীতে আলোকচিত্র প্রদর্শনী, দর্শণার্থীদের উপচে পড়া ভিড়

বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক পবর্ত দিবস-২০১৯ রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তি পূর্ণ ভাবে পালিত হয়েছে। পর্বতারহণে তরুণ-তরুণীদের আগ্রহী করে তুলতে আলোকচিত্র প্রদর্শনী, মাউন্টেইন ক্লাইম্বিং গিয়ার ও ইক্যুইপমেন্ট প্রদর্শণীর আয়োজন করে (ভার্টিক্যাল ভ্যেনচার)।

আজ বুধবার (১১ই ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন চত্বরে দিনব্যাপী এই আলোকচিত্র প্রদশর্ণীর উদ্বোধন ঘোষণা করা হয়, ঘোষণাটি করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান। এতে অংশ নেয়-দ্যা বেইজ ক্যাম্প বাংলাদেশ এবং সহযোগিতা করে পর্বতারণ প্রশিক্ষণ ক্লাব দ্যা কোয়েস্ট।

আলোকচিত্র প্রদশর্ণীতে ক্রস কান্ট্রি হাইকার ও দ্যা বেইজ ক্যাম্প বাংলাদেশের ব্যান্ড এম্বাসেডর পর্বতারোহী শাহাদত হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহবায়ক আসলাম-উদ-দৌলা, দ্যা কোয়েস্টের মুনিম চৌধুরী, ইনতিয়াজ আহমেদ, মেহজাবীন ফেরদৌস, ফাহিম আহমেদ, নাফিসা আক্তার, সাহাদত হোসেন ও রাজশাহী বার্ড ক্লাবের সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.