খুলনা বিআরটিএতে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ

খুলনা ব্যুরো: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে শনিবার থেকে নগরীর শিরোমনি বাদামতলাস্থ বিআরটিএ কার্যালয়ে পেশাজীবী গাড়ি চালকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) মো: আবুল বাসারের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক মো: সাইফুল ইসলাম ও জহির উদ্দিন বাবরের পরিচালনায় এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার সিদ্দিকুর রহমান, খুলনার ডেপুটি সিভিল সার্জন মো: আতিয়ার রহমান শেখ ও খুলনা পলিটেকনিক ইনষ্টিটিউটের শক্তিকৌশল বিভাগের বিভাগীয় প্রধান রনজিৎ কুমার দাস।

প্রশিক্ষণ কর্মশালায় ১৫০জন পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আগামীকাল রোববার সমাপনী দিবস।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.