খুলনায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

খুলনা ব্যুরো: ‘তামাক কোম্পানির কূটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (৩১ মে) খুলনায়  উদযাপিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
এ উপলক্ষে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন,  জেলা প্রশাসক  মোহাম্মদ হেলাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী ডেপুটি সিভিল সার্জন, পুলিশ সুপার, খুলনা’র প্রতিনিধিসহ জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় তামাক গ্রহণের কুফল ও তামাক ব্যবহার নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে বিশদ আলোচনা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.