খুলনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা: এদেশের মানুষের রাজনৈতিক, সমাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আওয়ামী লীগের সৃষ্টি

 

 

খুলনা ব্যুরো: খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, এদেশের মানুষের রাজনৈতিক, সমাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নই ছিলো এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা। তাঁর স্বপ্ন ছিলো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। সেজন্যেই তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ উঠিয়ে নিয়ে শুধু আওয়ামী লীগ ব্যবহার করেছিলেন।

তিনি সব সময়ই রাজনীতি থেকে সাম্প্রদায়িকতাকে দুরে সরিয়ে রাখতেন। কারণ সাম্প্রদায়িকতা মানুষকে ছিন্ন করে সমাজের উন্নয়নকে ক্ষতিগ্রস্থ করে। বঙ্গবন্ধু দলের গঠনতন্ত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করেছেন। নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগ সৃষ্টির পর হতে এ পর্যন্ত এদেশের সকল গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জনগণের অধিকার আদায়ের কথা বলে এসেছে। আওয়ামী লীগ মানুষের আস্থা ও অধিকারের শেষ ঠিকানা। সেকারনেই আওয়ামী লীগের কাছে এদেশের মানুষের চাহিদা বেশী। বঙ্গবন্ধুর জীবদ্দশায় এদেশের মানুষের অধিকার আদায়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন।

শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ এফ মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বেগ লিয়াকত আলী, এমডিএ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, মকবুল হোসেন মিন্টু, এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, মোক্তার হোসেন। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. খন্দকার মজিবর রহমান, হালিমা ইসলাম, কাউন্সিলর আলী আকবর টিপু, শেখ ফজলুল হক, ফেরদৌস আলম চান ফারাজী, আবুল কালাম আজাদ, হাফেজ মো. শামীম, শেখ মোশাররফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, শেখ আবু হানিফ, এ্যাড. তারিক মাহমুদ তারা, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, চ.ম মুজিবুর রহমান, গোপাল চন্দ্র সাহা, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, আলেয়া সাঈদ, নাসরিন সুলতানা, মোয়াজ্জেম হোসেন খান, মো. মোতালেব মিয়া, নজরুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, হাবিবুর রহমান দুলাল, ইদ্রিস আলী, সাব্বির আহমেদ শুভ, জাবের আলী, চয়ন বালা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং দলীয় কার্যালয় আলোক সজ্জা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.