হার্টের সমস্যা দূর করতে বিয়ে করুন!

 

বিটিসি নিউজ ডেস্কবিয়ে করলে মানুষের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমে যায়। যেখানে অবিবাহিতদের মধ্যে এ রোগের ঝুঁকি প্রায় ৪২ শতাংশ। সম্প্রতি এমনই এক সমীক্ষা সামনে এনেছে ব্রিটেনের একদল গবেষক।জার্নাল হার্ট-এ প্রকাশিত প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়, হৃদজনিত রোগের ৮০ শতাংশের প্রধান কারণ হল বয়স, লিঙ্গ, উচ্চরক্তচাপ, অধিক কোলেস্টেরল, ধূমপান ও ডায়াবেটিস। তবে এটা পরিষ্কার নয়, বাকি ২০ শতাংশের কারণ ঠিক কী।

সম্প্রতি ব্রিটেনের কিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই নিয়ে গবেষণা শুরু করেন। বিশ্বের বিভিন্ন দেশের ৪২ থেকে ৭৭ বছর বয়সী প্রায় ২০ লক্ষ নারী-পুরুষ গবেষণায় অংশগ্রহণ করে।সব তথ্য একত্রিত করে পর্যালোচনা করার পর গবেষকরা জানান, বিপত্নীক/বিধবা, তালাকপ্রাপ্ত অথবা কখনও বিয়ে করেননি এমন মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।গবেষকদের দাবি, বিয়ে না করার ফলেও স্ট্রোকে মৃত্যুর প্রবণতা অনেক বেশি।

এমনকি তালাকের ফলে নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। আবার,বিধবা হলে স্ট্রোকের বিপদ ১৬ শতাংশ বৃদ্ধি পায়।পরিসংখ্যায় সমলিঙ্গ বিবাহ, বৈবাহিক জীবনের গুণমান, লিভ-ইন সম্পর্ক অন্তর্ভুক্ত করা হয়নি বলে আরও জানান গবেষকরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.