কথা বলার স্বাধীনতার জন্য এখনো সংগ্রাম করতে হচ্ছে : মঈন খান

 

ঢাকা প্রতিনিধি: গণমাধ্যমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতার জন্য দেশে এখনো সংগ্রাম করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
তিনি বলেন, গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্তচিন্তা বিকাশের সুযোগ না থাকে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না।
রোববার (৫ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, জাতিসংঘের দলিল অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায়দায়িত্ব সরকারের। কারণ, হলো সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা যায় না, বাধা দেয় সরকার।
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বাধা সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আজকে নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশ যে আদর্শের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত গণমাধ্যম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.