খুলনায় প্রতিবন্ধীদের ক্ষমতায়ন সংক্রান্ত সেমিনার

 

খুলনা ব্যুরো: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।

সেমিনায়ে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ মাহেনুল হক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রোগ্রামার ও ইনচার্জ মোঃ মাহবুব করিম। প্রতিবন্ধীদের উপযোগী প্রযুক্তি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন উম্মে সালসারিল সাকি। প্রকল্পের বিষয়ে পরিচিত তুলে ধরেন আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রোগ্রামার ও ইনচার্জ মোঃ মাহবুব করিম।

অতিথিরা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা আমাদের আত্মীয়, আমাদেরই সমাজের অংশ তারা। তাদেরকে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে খুব সহজে মানবসম্পদে রূপ দেওয়া সম্ভব। তারা মানবসম্পদে রূপান্তরিত হলে দেশই উপকৃত হবে। এর ফলে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নও সম্পন্ন হবে।

সেমিনারে খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রায় ৮০ জন কর্মকর্তা ও প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.