লোহাগড়ায় প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে ১২ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় স্কুল খোলার দ্বিতীয় দিনে তীব্র গরমে একটি বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, প্রচণ্ড গরমে সকাল সাড়ে ১০টা থেকেই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থবোধ করছিল। বেলা ১১টা পর্যন্ত ১২ জন অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা অশোক ঘোষ বলেন, এক সপ্তাহ বন্ধের পর বিদ্যালয় খুলেছে। তবে গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তিনি স্কুল-কলেজে মর্নিং শিফট চালুর দাবি জানান।
ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার বিটিসি নিউজকে বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় ওই বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নড়াইল প্রতিনিধি মো. আকরাম হোসাইন আকমল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.