খুলনায় ছেলে নিহতের দেড় মাস পর আহত বাবার মৃত্য

খুলনা ব্যুরো:  জেলার তেরখাদা উপজেলার চাঞ্চল্যকর নাঈম শেখ (২৬) হত্যার দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় আহত বাবা পিরু শেখ (৫৫) মারা গেছেন।

আজ সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতাকে বাঁচাতে গিয়ে নাঈম শেখ দুর্বৃত্তের হাতে নিহত হন।

এ সময় গুরুতর আহত হন নাঈমের বাবা পিরু শেখ। আহত পিরুকে ঢাকাসহ খুলনা মেডিকেলে দীর্ঘ দেড় মাস চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় পরদিন ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তোফায়েল আহমেদ পিরু শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে বলেন, দীর্ঘ দেড় মাস নাঈমের বাবা পিরু শেখকে ঢাকায় চিকিৎসা দেয়া হয়েছে। এক পর্যায়ে পরিবারটি চিকিৎসা করতে করতে নি:স্ব হয়ে আবার খুলনায় এসে তার চিকিৎসা করাচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পিরুর মাথায় বড় ধরণের আঘাত ছিলো। তিনি বলেন, ২০ আগস্ট নাঈম হত্যায় মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানের অভিযোগে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়। যদিও তিনি বর্তমানে জামিনে আছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.